সাতটি রাজ্য বা আমিরাত নিয়ে গঠিত মধ্যপ্রাচ্যের একটি স্বাধীন সার্বভৌম দেশ ‘সংযুক্ত আরব আমিরাত’। এই সাতটি আমিরাত এর মধ্যে দ্বিতীয় বৃহত্তম আমিরাত আবু ধাবি। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত এর রাজধানী শহর-ও এই আবু ধাবি। বিশ্বের উল্লেখযোগ্য স্থাপত্যশৈলী ও বিলাসিতার প্রাচুর্যে ভরপুর এই শহর খুব সহজেই ভ্রমণ পিপাসুদের নজড় কাড়ে। সুউচ্চ অট্টালিকা, বিশেষ আঙ্গিকে নির্মিত শপিং কমপ্লেক্স, মসজিদ ও প্রাকৃতিক সৌন্দর্য যেন হাতছানি দিতে থাকে প্রতিনিয়ত। এই শহরে পকেট ভর্তি টাকা থাকলে বিলাসিতার কোনো শেষ সীমানা হয়তো আপনি খুঁজে পাবেন না। বিলাসিতায় পরিপূর্ণ আলো ঝলমলে শহরে ঘুরে বেড়ানোর জন্য আছে অনেক অনেক উল্লেখযোগ্য ট্যুরিস্ট স্পট। আজকে আমরা জানবো আবু ধাবি ভ্রমণের ক্ষেত্রে কোন কোন স্থানগুলো অবশ্যই ঘুরে দেখা উচিত।
তো আবু ধাবির দর্শনীয় স্থানগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ৮ টি দর্শনীয় স্থান সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
১. ইয়াস দ্বীপ
শুধু আবু ধাবি না বরং সংযুক্ত আরব আমিরাত এর মধ্যে ইয়াস দ্বীপ একটি উল্লেখযোগ্য বিনোদন কেন্দ্র। এটি একটি মানবসৃষ্ট দ্বীপ যেখানে প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক ভিড় জমায়। কেননা এই একটি দ্বীপেই আছে সমুদ্র সৈকত, ঐতিহ্যবাহী রেস্তোরাঁ, থিম পার্ক সহ বিনোদনের অবিশ্বাস্য সকল আয়োজন। ইয়াস দ্বীপে অবস্থিত সমুদ্র সৈকতের পানিতে হুটোপুটি না করলে আপনার ভ্রমণ যেন একদমই বৃথা যাবে। সমুদ্রের পানিতে উপভোগ করতে পারবেন বোটিং, কায়াকিং সহ নানান ধরনের ওয়াটার স্পোর্ট। আর বিচের আশেপাশের রেস্তোরাঁ গুলোতে এরাবিয়ান ফুড এর অথেনটিক স্বাদ উপভোগ করতে পারবেন। আবু ধাবি ভ্রমণে এলে বেশিরভাগ ট্যুরিস্ট এর পরিকল্পনা এই ইয়াস দ্বীপকে কেন্দ্র করেই হয়ে থাকে।
২. ইয়াস মেরিনা সার্কিট
আবু ধাবির একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র ইয়াস মেরিনা সার্কিট। হৃদয় কাপানো বিশ্বের জনপ্রিয় মোটর কার রেসিং এর এক অনবদ্য অভিজ্ঞতা অর্জনের জন্য আপনি যেতে পারেন ইয়াস মেরিনা সার্কিট। এছাড়া বিনোদন অনুষ্ঠান, কনসার্ট, আবু ধাবির ঐতিহ্যবাহী খাবারের স্বাদ, বিশ্ব বাজারে সবথেকে জনপ্রিয় কার এর যাত্রী বা ড্রাইভার হিসেবে রাইড করার সুযোগ পাবেন এখানে। আবু ধাবির বিখ্যাত ইয়াস দ্বীপে ট্যুর প্লান থাকলে অবশ্যই ইয়াস মেরিনা সার্কিট তালিকায় রাখবেন।
৩. ফেরারি ওয়ার্ল্ড
আবু ধাবির ইয়াস দ্বীপে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ ইনডোর থিম পার্ক হলো ফেরারি ওয়ার্ল্ড। এখানে ছোট বড় সকলের জন্যই বিনোদনের ব্যবস্থা রয়েছে। রোলার কোস্টার, কার ড্রাইভিং সহ মোট ৪০ টি রাইড এর সমন্বয়ে ডেকোরেশন করা এই পার্কটি হয়তো আপনি একদিনে ঘুরে শেষ করতে পারবেন না। তাছাড়া প্রতিনিয়ত এখানে চলতে থাকে নানান রিয়েলিটি শো এবং কনসার্ট। এই পার্কটি সবথেকে বেশি আকর্ষণ করবে গাড়ি প্রেমীদের। এখানে আসল ফেরারি গাড়ির লেটেস্ট মডেলের সংগ্রহ থেকে শুরু করে অনেক প্রাচীন মডেল এর গাড়ি গুলোর সংগ্রহ রয়েছে। বিশ্ব বাজারে ঝড় তুলেছে এমন সব গাড়ির স্বচক্ষে দেখার জন্য হলে-ও বেশিরভাগ ট্যুরিস্ট ফেরারি ওয়ার্ল্ডে ঘুরতে আসে
৪. সি-ওয়ার্ল্ড
পৃথিবীপৃষ্ঠের ওপরে বসেই উপভোগ করতে পারবেন সমুদ্র তলদেশের বৈচিত্র্যময় পরিবেশের সৌন্দর্য। শুনতেই কেমন আজব লাগছে তাই না? কিন্তু এটাকে বাস্তব প্রমানিত করেছে আবু ধাবির সি-ওয়ার্ল্ড। এটি একটি সামুদ্রিক থিম এর ওপর ভিত্তি করে তৈরি করা বিনোদন পার্ক। মূলত সুবৃহৎ একুরিয়াম এর মধ্যে কৃত্রিম ভাবে সামুদ্রিক পরিবেশ তৈরি করে এই পার্কের মূল ডেকোরেশন করা হয়েছে। যেখানে আপনি ডলফিন, সামুদ্রিক মাছ, সামুদ্রিক গাছপালা ও অনেক কীটপতঙ্গ দেখতে পাবেন। এছাড়াও বিনোদনের জন্য আছে লাইভ শো, শপিং প্লাটফর্ম ও ১৫ টিরও বেশি রাইড। প্রকৃতিপ্রেমী বলতেই এই সি-ওয়ার্ল্ড এর প্রেমে পড়ে যাবে। লক্ষাধিক সামুদ্রিক প্রাণী কাচের অপর প্রান্তে ঘুরে বেড়াচ্ছে, এই অবিশ্বাস্য সত্যিকারের দৃশ্য স্বচক্ষে দেখতে পাবেন, তা-ও আবার ডাঙায় বসে ভাবলেই কেমন মন ভালো হয়ে যায়।
৫. শেখ জায়েদ গ্রান্ড মসজিদ
সংযুক্ত আরব আমিরাত এর স্থাপত্যশৈলী যে কতোটা চোখ ধাঁধানো তার প্রমান মিলবে শেখ জায়েদ গ্রান্ড মসজিদ স্বচক্ষে দেখলে। সাদা মার্বেল পাথর, মূল্যবান দুষ্প্রাপ্য পাথর, স্বর্ন ও নানান মূল্যবান উপকরণ দিয়ে বিখ্যাত এই মসজিদটি নির্মান করা হয়েছে। চার কোনায় চারটি সুবৃহৎ গম্বুজ নিয়ে শুভ্র সাদা রঙের মসজিদটি স্বগর্বে দাঁড়িয়ে আছে। মসজিদের সামনে দাড়ালেই কেমন একটা কোমল অনুভূতিতে মন উতলা হয়ে ওঠে। আপনি জানলে অবাক হবেন যে শেখ জায়েদ গ্রান্ড মসজিদে এক সাথে চল্লিশ হাজারেরও বেশি মুসল্লী সালাত আদায় করতে পারেন। এই মসজিদের আরেকটি আকর্ষণ হলো মসজিদ সংলগ্ন লাইব্রেরি। এখানে সংযুক্ত আরব আমিরাত এর ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কিত নানান তথ্য মূলক বইয়ের সংগ্রহ রয়েছে। এছাড়াও অনেক দূর্লভ ইসলামিক বইয়ের সন্ধান মিলবে শেখ জায়েদ গ্রান্ড মসজিদ এর গ্রন্থাগারে।
৬. সাদিয়াত দ্বীপ
আবু ধাবিতে জীববৈচিত্র্যের সবথেকে সমৃদ্ধ প্রাকৃতিক দ্বীপ হলো সাদিয়াত দ্বীপ। বিভিন্ন প্রজাতির বন্য পশুর পাশাপাশি এখানে বিলুপ্তপ্রায় হকসবিল কচ্ছপ দেখতে পাবেন। তবে পর্যটকদের সবথেকে বেশি আকর্ষণ করে দ্বীপ সংলগ্ন সাদিয়াত সমুদ্র সৈকত। এই বিচ থেকে সবচেয়ে সুন্দর সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য উপভোগ করতে পারবেন৷ তাছাড়া দ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভ্রমণের মাধ্যমে আবু ধাবির অনেক অজানা ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারনা লাভ করতে পারবেন। মোট কথা আবু ধাবিকে এক নতুন রূপে চিনতে পারবেন সাদিয়াত দ্বীপ ভ্রমনের মাধ্যমে।
৭. কসর আল ওয়াতান
আবু ধাবির আল রিয়াদ স্ট্রিটে অবস্থিত শহরের সবচেয়ে জমকালো প্রাসাদ কসর আল ওয়াতান। এটি একটি প্রাসাদ-ই নয় বরং আরব আমিরাত এর বিলাসবহুল স্থাপত্যের এক চাক্ষুষ উদাহরণ। দামি ঝাড়বাতি, নকশা খচিত খিলান, মার্বেল পাথরের জটিল নকশা আপনাকে মুহূর্তেই মুগ্ধ করে দেবে। প্রেসিডেন্সিয়াল প্যালেস নামে খ্যাত এই প্রাসাদে একই সাথে আরব আমিরাত এর প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং ক্রাউন প্রিন্সের কার্যালয় অবস্থিত। ভবনের প্রতিটি কক্ষ পরিদর্শন করে আপনি আমিরাতি সংস্কৃতির সম্পর্কে একটি স্পষ্ট ধারনা পাবেন। সেই সাথে আছে ভবনের চারদিকের চমৎকার ফুলে শোভিত বাগান যা আপনাকে চমৎকার একটি অবকাশ কাটানোর সুযোগ করে দেবে। আরও ঘুরে দেখতে পারবেন এই প্রেসিডেন্সিয়াল প্যালেস এর সুবিশাল লাইব্রেরি। এই লাইব্রেরি তে আরবের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক অনেক বইয়ের সংগ্রহ রয়েছে। এছাড়াও শিল্প, সংস্কৃতি, সাহিত্য বিষয়ক বইয়ের এক সুবিশাল সমাহার এই লাইব্রেরি। তাই আবু ধাবি ভ্রমণের ক্ষেত্রে উল্লেখযোগ্য এই প্রাসাদ থেকে অবশ্যই ঘুরে আসবেন।
৮. ইয়াস ওয়াটার ওয়ার্ল্ড
আবু ধাবির সবথেকে জনপ্রিয় ওয়াটার পার্ক হলো ইয়াস ওয়াটার ওয়ার্ল্ড। সুবিশাল সুইমিং পুল, হৃদয় কাঁপানো রাইডস, স্লাইড, রেস্তোরা ও শপিং সেন্টার মিলে বিনোদনের একটি পূর্নাঙ্গ প্যাকেজ এই ওয়াটার ওয়ার্ল্ড। বিশেষ করে বাচ্চাদের বিনোদনের জন্য এটি খুবই উপযুক্ত। এই ওয়াটার পার্কে আছে ৪০ টি আকর্ষণীয় রাইড যা ছোট বড় সকলের কাছেই বেশ উপভোগ্য। পরিবার পরিজন নিয়ে জলরাশির মধ্যে হুটোপুটি করে আনন্দঘন একটি দিন কাটাতে চাইলে চলে যেতে পারেন ইয়াস দ্বীপের ওয়াটার ওয়ার্ল্ডে।
শেষকথা
আবু ধাবি শহরের পুরোটা জুড়েই মূলত পর্যটন কেন্দ্রে ঠাসা। তাই হাতে বেশ লম্বা ছুটি নিয়ে আবু ধাবি ট্যুর প্লান করা উচিত। শহরে পৌঁছে আপনি লোকাল কোনো ট্যুর গাইড এজেন্সির প্যাকেজ বুক করে একে একে সবগুলো স্পট ঘুরে দেখতে পারেন। তাছাড়া ট্যাক্সি করে ব্যক্তিগত ভাবেও শহরের প্রতিটি স্পট ঘুরে দেখতে পারবেন। উপরোক্ত দর্শনীয় স্থানগুলো ছাড়াও আরও ঘুরে দেখতে পারেন ওয়ার্নার ব্রস ওয়ার্ল্ড, গ্লোবাল কালচার এন্ড আর্ট কালেকশন, আল-হোসন ফোর্ট, হেরিটেজ গ্রাম, ইয়াস মল, লুভর আবুধাবি সহ আরও অনেক উল্লেখযোগ্য স্পট। আশাকরি প্রতিটি ট্যুরিস্ট স্পট আপনাকে আলাদা আলাদা ভ্রমণ অভিজ্ঞতা দেবে। সংযুক্ত আরব আমিরাত এর রাজধানী ভ্রমনের জন্য আপনাকে জানাচ্ছি অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ।